জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সোমবার রাতে গলা কেটে আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহতের শরীর ও মাথাতেও ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন সরিষাবাড়ি থানার ওসি মাজেদুর রহমান। আজ সকাল ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহত আবুল কালাম মহাদান ইউনিয়নের ঝিঙ্গারভিটা উচ্চ গ্রামের মৃত মাজল চৌকিদারের পুত্র।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানিয়েছেন, সোমবার রাত ৯টার দিকে মোবাইলে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যায় তার স্বামী। রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সকালে বাড়ির পাশে ধানক্ষেতে তার ক্ষত-বিক্ষত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।

মহাদান ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল জানিয়েছেন, বড় ধরনের কোনো ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সরিষাবাড়ি থানার ওসি মাজেদুর রহমান জানিয়েছেন, শরীরের নানা জায়গায় ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতের চিহ্ন রয়েছে। গলার বেশিরভাগ অংশ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয় নি। থানায় হত্যা মামলার প্রস্ততি চলছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০১৯)