রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ডেঙ্গু ও প্যানক্রাইসিস রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার তালা উপজেলার তানভীর ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ সেপ্টম্বর) রাত ১১টায় ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সে তালা সদর ইউনিয়নের সরফুদ্দিন শেখের ছেলে। তানভীর সাতক্ষীরা সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দু’বছর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছে।

প্রতিবেশিরা জানায়, তানভীর ইসলাম দীর্ঘদিন যাবৎ প্যানক্রাইসিস রোগে ভুগছিলেন। গত ২৮ আগস্ট ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালের চিকিৎসকরা তার অপারেশন সম্পন্ন করে। অপারেশনের এক দিন পার হতে না হতেই তার শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। অবশেষে ডেঙ্গু ও প্যানক্রাইসিস রোগের চিকিৎসা চলাকালিন তিনি মারা যান।

মঙ্গলবার সকালে তার মরদেহ তালাস্থ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০১৯)