শিক্ষা পিয়াসী

কুরুক্ষেত্রের বিস্তির্ণ রক্তাক্ত প্রান্তর থেকে ভেসে আসা পুষ্পিতা
অভিবাসী উদবাস্তু জনজটে চারদিকে কঠোর ধর্মান্ধতার বেড়াজাল
অন্ধকারাচ্ছন্ন কুসংস্কার ভেদ করার লড়াইয়ে আলোর তরণী যুবা
শিক্ষার আলোয় নিজেকে ভাংতে ভাংতে ভাঙ্গাতে চাও সমাজ

তুমি তোমাকে ভেঙ্গেছো নবরূপে গড়ার প্রত্যয়ে
আত্ম প্রত্যয়ী শিক্ষা পিয়াসী তরুণী
তুমি তোমার সমাজে বেগম রোকেয়া হও
তুমি হারবেনা, তোমাকে হারতে পারোনা, দিবোনা
আমি আসছি তোমার কাছে
তুমি প্রস্তুত থেকো