লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর থেকে ৪০ কেজি গাঁজার গাছসহ শের মোহাম্মদ ওরফে হামান ম-ল (৪০) ও আব্দুল কাদের খামারু (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। 

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরজাজিরা বিলমাড়িয়া চরে এক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্প। হামান মন্ডল রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পলাশবাড়ি গ্রামের মৃত সাত্তার ম-লের ছেলে এবং কাদের খামারু লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল খামারুর ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ রাজিবুল আহসানের নেতৃত্বে একটি দল ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় লালপুর উপজেলার চর জাজিরা বিলমাড়িয়া চরে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চল্লিশ কেজি গাঁজার গাছ, দুইটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড, একটি মেমোরী কার্ডসহ হামান ম-ল ও কাদের খামারুকে হাতেনাতে আটক করে।

র‌্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃত দুইজন দীর্ঘদিন যাবৎ অবৈধ গাঁজার গাছ উৎপাদন ও এর কাঁচা লতা, পাতা ও ফুল বিক্রয় করে আসছে বলে জনসমক্ষে অকপটে স্বীকার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

(এম/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০১৯)