মাগুরা প্রতিনিধি : বাল্য বিবাহ প্রতিরোধে সুভেচ্ছা দূত হিসেবে বাইসাইকেল পেলেন মাগুরা সদর উপজেল ৬৯টি বিদ্যালয়ের ৩৭৫ জন ছাত্রী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরের নোমানী ময়দানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাইসাইকেল বিতরণ করেন। নারীর ক্ষতায়নের লক্ষ্যে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষতায়নে ব্যাপক পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আদর্শ নারী হিসেবে গড়ে উঠতে ছাত্রীদের প্রতি আহাবান তিনি।

আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক মোঃ আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান, সহকারি পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান আনিসুর রহমান খোকন, পৌর প্যানেল চেয়ারম্যান মকবুল হাসান মাকুল, রাঘবদাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুল ফকির প্রমুখ।

অনুষ্ঠানে ইছাখাদা আব্দুল মোতালেব মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বৃষ্টি পাল ও রাউতরা হৃদয়নাথ মাধ্যমিক বিদ্যলয়ের ছাত্রী তামান্না ইয়াসমিন বাইসালেক পাওয়া বিষয়ে তাদের অনুভুতি ব্যক্ত করে বলেন, এটি পেয়ে তারা আনন্দিত। যথাসময়ে স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে এ বাইসাইলে আমাদের জন্য আর্শিবাদ। সেই সাথে বাল্য বিবাহ প্রতিরোধে আমরা জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারবো বলে আশা করছি।

অনুষ্ঠানে জানানো হয়, লোকাল গর্ভানেন্স সার্পোট প্রজেক্ট(এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় ২৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে মাগুরা সদর উপজেলা পরিষদ ১৩টি ইউনিয়নের ৬৯টি বিদ্যালয়ের ৩৭৫ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০১৯)