জামালপুর প্রতিনিধি : সরকারি কর্মচারী সমিতির ৭০ বছর পূর্তিতে জামালপুরে সরকারি কর্মচারীদের মিলনমেলার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু কৃতজ্ঞতা পরিষদের চতুর্থ শ্রেণী কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে বঙ্গবন্ধুর স্মরণে মিলনমেলার দাবি করেন সংগঠনটির আহবায়ক হেলাল উদ্দিন।

তিনি বলেন, ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে বঞ্চিত কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষের বাসভবন ঘেরাও করে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব হারিয়েছিলেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে বঙ্গবন্ধু কৃতজ্ঞতা পরিষদ বঙ্গবন্ধুর স্মরণে সারাদেশের চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়ে জামালপুরে কর্মচারী মিলনমেলা সরকারিভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কৃতজ্ঞতা পরিষদের যুগ্ম আহবায়ক মো. কিরণ আলী, সদস্য মো. ইব্রাহিম খলিল, ফরহাদ আলী, আনিসুর রহমান, আক্রাম আলী, হেলাল, শফিকুল, রাসেল প্রমুখ।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০১৯)