জামালপুর প্রতিনিধি : মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের ২ বছর ইন্টার্নশিপ বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শেখ হাসিনা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা।

বৃৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

২ বছর ইন্টার্নশিপ প্রস্তাবনা বাতিল আন্দোলনের আহবায়ক আহমেদ শুভ্রর সভাপতিত্বে বক্তব্য রাখেন আল-আমীন, আনারুল ইসলাম ও সিকান্দার কাফীসহ অধ্যায়নরত ছাত্রছাত্রীরা।

বক্তারা বলেন, সারাদেশে জেলা ও উপজেলার সরকারি হাসপাতালে বহুসংখ্যক চিকিৎসক পদ শূন্য রয়েছে। চিকিৎসকের অভাবে রোগীরা সঠিক চিকিৎসা না পেয়ে দুর্ভোগ পোহাচ্ছে। সেসব শূন্য পদে এক বছর ইন্টার্নি শেষে চিকিৎসক নিয়োগ দেয়ার আহবান জানান স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারের প্রতি। অন্যাথায় সারা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারণ করেন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা।

দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এই বিক্ষোভে অংশ নেয়।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০১৯)