গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাজের পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের ঘুষিতে ইয়ার হোসেন (৫৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। ইয়ার হোসেন আরজি সাহাপুর-তারাগনা গ্রামের মৃত ইমান আলী মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার দিনগত রাত ৮ টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর-তারাগনা চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইয়ার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। একই গ্রামের ফজলুল হক আকন্দের ছেলে মেহেদী আকন্দের কাছে ইয়ার হোসেনের কাজের দুইশ টাকা পাওনা ছিল। রাতে তারাগনা চার মাথা মোড়ে পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মেহেদী আকন্দ ক্ষিপ্ত হয়ে ঘুষি মারলে ইয়ার আলী গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়ার আলীর মরদেহ শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছেএবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(এসআরডি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০১৯)