নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনের টিকেট সংগ্রহ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

স্টেশনের প্ল্যাটফর্মে শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

লালপুর থানা সূত্রে জানা যায়, সকালে বাইপাস রেলস্টেশনের টিকেট কাউন্টারের সামনে ট্রেনের অগ্রিম টিকেট সংগ্রহ নিয়ে স্থানীয় ডহরশোলা গ্রামবাসীর সঙ্গে ঈশ্বরদী লোকশেড মহল্লাবাসীর সংর্ঘষ বাঁধে। আধাঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

সংঘর্ষের সময় পুলিশের গুলি ও লাঠিপেটায় ১২ জন আহত হন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজন মারা যান, এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসক মোমিন উদ্দিন জানান, নিহত একজনের নাম জীবন আলী (২৮)। তিনি বাইপাস এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। অপরজনের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার বলেন, ‘ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের অধীন। আমরা তাদের কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জনানো হবে।’

(ওএস/এইচআর/আগস্ট ০১, ২০১৪)