নিউজ ডেস্ক : মেয়েরা সাজবে কিন্তু লিপস্টিক মাখবে না তা কি হয়? মেয়েদের জরুরি প্রসাধনীর মধ্যে এটি অন্যতম।

আর এ কারণেই হয়তো প্রায় প্রত্যেক মেয়ের পার্সের অন্দরে লিপস্টিকের অবাধ বিচরণ। কিন্তু জানেন কি আপনার এই শখের লিপস্টিকই হতে পারে আপনার মৃত্যুর কারণ?

হ্যা সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকেরা অকল্যান্ডের ১৪ থেকে ১৯ বছর বয়সী ১২ জন মেয়ের ব্যবহৃত লিপস্টিক ও লিপগ্লসের নাম ও ব্যান্ড নিয়ে গবেষণা করেন।

গবেষকেরা দেখেন এসব লিপস্টকে শিশা,ক্যাডমিয়াম, ক্রোমিয়াম,অ্যালুমিনিয়াম ও অন্য আরো ৫টি ক্ষতিকর উপাদান রয়েছে যা মানবদেহে ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম।

গবেষকেরা জানান,প্রায় সব লিপস্টিকেই এই ধরনের উপাদান কম বেশি মাত্রায় রয়েছে। লিপস্টিক ঠোঁটে ব্যবহার করা হলেও মুখে চলে যায় ফলে এর থেকে ক্যান্সারের সম্ভবনা থাকে।

সম্প্রতি এই গবেষণাটি এনভায়রনমেন্টাল হেলথ পারসপেকটিভ নামক এক জার্নালে প্রকাশিত হয়েছে।

(ওএস/এটিআর/অাগস্ট ০১, ২০১৪)