শরৎ

শরৎ তুমি আস নিঃশব্দ পদসঞ্চারে,
আকাশকে ভরিয়ে দাও অরুণ আলোর সম্ভারে।
স্নীগ্ধ মধুর স্পর্শ ছড়িয়ে দাও বাতাসে তুমি,
কাশফুলেরা খুশীতে দোলে বাতাসে দেয় চুমি।
বনে প্রান্তরে ছড়িয়ে দাও আনন্দের আলোড়ন
শারদীয়ার শুভেচ্ছায় মাতে সারাটা ভুবন।
নীলিমার বুকে ভাসিয়ে দাও শুভ্র মেঘদণ্ড,
প্রভাতে চারিদিকে দাও ঝরা শিউলীর সুগন্ধ।
চন্দ্রালোকিত রাতে দাও জোৎস্না ধারার আলো,
বর্ষার কালো মেঘ তোমার আগমনে ঢাকলো।
শিশিরের কণাগুলো জড়ায়ে পরে ঘাসের উপর,
শারদীয়ার আগমনে সাঁঝে মন সকাল সন্ধ্যা দুপুর।
সবুজে সবুজে ভরিয়ে দাও চারিদিকের পরিবেশ,
অপূর্ব সৌন্দর্যময় শরৎ তোমার রূপের নেই শেষ।