গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার  ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর সুগার মিল্স লিঃ এর আওতাধীন সাহেবগঞ্জ কৃষি খামারের সরকারী কাজে বাঁধা, শ্রমিক-কর্মচারীদের অপহরণ, মারধর, মিথ্যা মামলা প্রত্যাহার, সহ ভূমিদস্যুদের গ্রেফতারের দাবীতে আজ ৮ সেপ্টেম্বর ( রবিবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্তরে ঘন্টাব্যাপী শ্রমিক-কর্মচারী ও আখচাষী সমিতির এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রংপুর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক হোসেন (ফটু), সাবেক সভাপতি এস এম জালাল উদ্দিন দুলাল, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, আখচাষী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ।

বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নামে কিছু নামধারী মানুষ সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় সুগার মিলের জমি দখল করার পায়তারা অব্যাহত রেখেছে। অবিলম্বে এসব ভূমিদস্যুদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০১৯)