স্টাফ রিপোার্টার : বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) আয়োজিত ‘সার্ক ডায়াবেটিস কন্ট্রোল ২০৩০’ শীর্ষক কর্মশালা ও সেমিনার শেষ হয়েছে। দুই দিনব্যাপী এ কর্মশালা রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ।

সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিল সদস্য এমিরেটাস অধ্যাপক হাজেরা মাহতাব। ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন।

বাডাস সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন ভারতের কেরালা রাজ্যের এসএইস মেডিকেল সেন্টারের চিফ অপারেটিং অফিসার লিটি ভারগেস, ইউনিভার্সিটি কলেজ লন্ডেের ইউসিএল সেন্টার ফর গ্লোবাল নন-কমিউনিকেবল ডিজিজেসের পরিচালক ড. এডওয়ার্ড ফ্রানসিস ফটরেল, ইউনিভার্সিটি অব বোডোর অধ্যাপক এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আখতার হোসেন প্রমুখ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০১৯)