কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় এক কলেজছাত্রীর সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়েছে।  ঘটনার পর কতিপয় সাংবাদিক এ বিষয়টি ধামাপাচা দেয়ার জন্য মোটা অংকের বকসিন নিয়েছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়েদ ইউনিয়নের চকবড়হর নতুন বাজার এলাকায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যে ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।

স্থানীয়ও জানায় সম্প্রতি ছাত্রীর পেটে প্রচন্ড ব্যথা শুরু হলে ছাত্রীর ফুফু কাপাসিয়ার জুবায়দা হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি সাত মাসের অন্তঃসত্ত্া বলে ডাক্তারা জানান ।

স্থানীয় মহিলা ইউপি মেম্বার মমতাজ বেগম বলেন, ওই ছাত্রীর বাবা নিজেই অসামাজিক কাজ করে ধরা পড়েছিলেন। যা শোনা যাচ্ছে তা কিছুটা হলেও ঘটছে।

তবে ছাত্রীর বাবা বলছেন, তার মেয়ের অন্তঃ সত্তা হওয়ার জন্য মেয়ের খালু হাবিবুরকে দায়ী করেন। তবে তিনি আরো বলেন, দুজনের মধ্যে বিয়ে হওয়ার পর তারা এখন খুলনা আছেন।

বাজার ব্যবসায়ী সমিতির নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকতা জানান, ঘটনা ধামাচাপা দিতে ওই ছাত্রীকে গোপন করা হয়েছে। তার মুখ থেকে শুনলে সত্য বেরিয়ে আসত।

প্রতিবেশীরা জানান, ওই ছাত্রীর মা পাঁচ-ছয় বছর ধরে বিদেশে থাকেন। তাদের বাড়িতে একাধিক ব্যক্তি অবাধ যাতায়াত করছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরণ বলেন, এমন একটি ঘটনার কথা আমি শুনেছি। তবে কেউ আমাকে বিষটি জানায়নি।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০১৯)