বিশ্বজিৎ বসু

চোখের দৃষ্টি বাঁধা পেলে মনের দৃষ্টি ধায়।
চার দেয়ালের মাঝে কি আর মনকে বাঁধা যায়।
মিছিলটাকে আটকানো যায় চালিয়ে লাঠি গুলি
চেতনাকে যায়না বাঁধা উড়িয়ে মাথার খুলি।
বাঁধা পেলে নদীর জলে ঢেউ তোলে বাতাসে।
মেঘের ভেলা বাঁধা পেলেই বৃষ্টি হয়ে আসে।
স্রোতের ধারায় বাঁধা দিলে ভিন্ন পথে যায়
জলের ধারা পাহাড় ভেঙে সাগর পথে ধায়।
প্রেমের পথে হয়না বাঁধা সাদা কিম্বা কালো।
মলাট বাঁধা কালো কথা ছড়ায় জ্ঞানের আলো।
বাঁধা দিলেই বাঁধবে লড়াই তোল আওয়াজ তোল।
আঁধার রাতে ভাঙতে বাধা জ্বালো আগুন জ্বালো।