সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে উপজেলার পশ্চিম আটঘড়িয়া গ্রামের প্রতিপক্ষের হামলায় মহিলা সহ ৫ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আহতরা হলো জালাল উদ্দিন (৪০) তার ছেলে আব্দুল মমিন (২৩) মেয়ে জাহানারা (২০) ও প্রতিবেশী আঞ্জুয়ারা খাতুন (২৫)। এদের মধ্যে জালাল উদ্দিন ও তার ছেলে আব্দুল মমিন এর অবস্থা আশংকাজনক।

এলাকাবাসী জানান, পশ্চিম আটঘড়িয়া গ্রামের জালাল উদ্দিনের সাথে একই গ্রামের আব্দুস সাত্তারের সাথে ১৪ শতকের একটি বিবাদমান জমি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলে আসছিল। বর্তমানে দখলে থাকা জালাল উদ্দিন শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে জমিতে ধান লাগানোর জন্য হালচাষ করতে গেলে প্রতিপক্ষ সাত্তার গ্রুপ, জালাল গ্রুপের লোকজনের উপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালালে এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ আলী বিশ্বাস জানান, এখনো কোন পক্ষ থেকে থানায় অভিযোগ দাখিল করেনি।

(এসএস/জেএ/আগস্ট ০১, ২০১৪)