আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই শিক্ষার্থী মারা গেছে। এরমধ্যে বৃহষ্পতিবার সকাল সাতটার দিকে সুরাইয়া আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

সুরাইয়া বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাসিন্দা বাদল মুন্সীর কন্যা ও হাড়িচানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্রী ছিলো। এর আগে বুধবার দুপুরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলার মুলাদী উপজেলার সদর ইউনিয়নের মধ্য চরলক্ষীপুর গ্রামের বাসিন্দা বাবুল হাওলাদারের পুত্র ফরহাদ হোসেন জিহাদ (১৪) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। জিহাদ চর লক্ষীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্র ছিলো।

হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক ডাঃ অসিত ভূষণ দাস জানান, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাত আটটার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুরাইয়া হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার সকালে মারা যায়। সুরাইয়ার পিতা বাদল মুন্সী জানান, গত ৬ সেপ্টেম্বর বাড়িতে বসেই সুরাইয়া জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে পাথারঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সুরাইয়াকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রে আরও জানা গেছে, শেবাচিম হাসপাতালে গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯ জন রোগী। এছাড়া ওই ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন রোগী। বর্তমানে এ হাসপাতালে ভর্তি আছেন ৯৯ জন। এরমধ্যে পুরুষ ৩৯ জন, নারী ৩৪ জন ও শিশু ২৬ জন।

হাসপাতালের উপ-পরিচালক ডা. মোহাম্মাদ আব্দুর রাজ্জাক হোসেন জানান, গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৭০ জন ডেঙ্গু রোগী। এরমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২০৬৩ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আটজন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১২, ২০১৯)