দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা আইন ডিগ্রি (এলএলবি) দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সকল ক্লাশ, পরীক্ষা বর্জণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাঁরা এ অবস্থান কর্মসূচি পালন করে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো তাঁরাও আইন সম্পর্কে লেখাপড়া করেন, অথচ আইনের ডিগ্রি দেওয়া হয় না। দাবি না মানা পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়। অবস্থান কর্মসূচির সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ষষ্ঠ সেমিষ্টারের শিক্ষার্থী মো: মহিবুল্লাহ, মো: রেদোয়ানুল ইসলাম, অষ্টম সেমিষ্টারের শিক্ষার্থী মো: মশিউর রহমান, মো: তামিমুল ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে ডিগ্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন। এর আগে গত সোমবার তাঁরা উপাচার্য বরাবর একটি স্মারকলিপি পেশ করে ক্যাম্পাসে ওই দিন ১ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ১২, ২০১৯)