আসুক আবার দ্রোহ

এই পৃথিবীর কেউ সুখী নয়
সবাই আছে বুকের ভেতর হলদে আগুন কষ্টে!
আমার না হয় শুধু চোখ ভিজেছে
বরষা নেমেছে হৃদশহরে জ্যৈষ্ঠে!

আমার না হয় সব গিয়েছে
পথের মাঝে একলা আমি, ফাঁকা!
আমি না হয় আঁধার কোনো
দিনদুপুরে হৃৎপিণ্ডের রাস্তাটায় যে বাঁকা!

তবে কী বা পাবার ছিলো এতো, আমার কী বা ছিলো মোহ!
এই শহরের নামে আজ আগুন জ্বলুক, আসুক আবার দ্রোহ...