চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক স্কুলছাত্রী শাহিদা পারভীন (১৫) বাল্যবিয়ে বন্ধ করলেন প্রশাসন।

শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম বাল্যবিয়ে বন্ধ করেন। এসময় এসিল্যান্ডের উপস্থিতি টের পেয়ে বর তার স্বজনরা পালিয়ে যায়।

জানা যায়, শুক্রবার উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী শাহিদা পারভীন (১৫) ছিলো বিয়ের দিন। বর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুস সাত্তার প্রামানিকের ছেলে বিশু হোসেন (১৮) বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসে। বরযাত্রীদের আপ্যায়নও শেষ হয় যথা সময়ে।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম কনের বাড়িতে থানা পুলিশ নিয়ে হাজির হয়। এসিল্যান্ডে বাল্যবিয়ে বন্ধ করার বিষয়টি টের পেয়ে জেল-জরিমানার ভয়ে বিয়ের বর সহ তার স্বজনরা পালিয়ে যায়।

পরে এসিল্যান্ড কনেবেশী স্কুলছাত্রী ও তার অভিভাবককে বাল্যবিয়ে কুফল ও আইন সম্পর্কে অবহিত করেন। প্রাপ্ত বয়স না হওয়া র্পন্ত বিয়ে দেবেন না মর্মে কনের বাবা মুচলেখা দেয়।

এসময় নিমাইচড়া ইউপি চেয়ারম্যান এ এইচ এম কামরুজ্জামান খোকন, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কামাল আজাদ, স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৯)