নওগাঁ প্রতিনিধি : দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম, অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত সুদ ব্যবসা বন্ধের দাবীতে নওগাঁয় মানব বন্ধন কর্মসুচী পালন করেছে সচেতন তরুন প্রজন্ম।

শনিবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে প্রায় ২ ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সচেতন তরুন প্রজন্মের আহবায়ক শফিকুর রহমান মামুন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউল, সাবেক ছাত্রনেতা তিতাস, জেলা মানবাধিকার সাধারন সম্পাদক চন্দন কুমার দেব প্রমুখ।

বক্তারা বলেন, বেশ কিছুদিন ধরে নওগাঁ জেলা জুড়ে দাদন ব্যবসায়ীরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। নিয়ম-নীতি ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলিয়ে দেখিয়ে নিজের ইচ্ছামত সুদ ধার্য করছে তারা। শুধু তাই নয়, ব্যাংকের ফাঁকা চেক, সাদা ষ্ট্যাম্প ও জমির দলিলের বিনিময়ে মোটা অংকের টাকা দিচ্ছে তারা। এরপর টাকা পরিশোধ হলেও আরও টাকার লোভে ওইসব ফাঁকা চেক ও ষ্ট্যাম্পে নিজেদের ইচ্ছামত টাকার অংক বসিয়ে মামলা করে ঋন গ্রহীতাকে জিম্মী করে টাকা ও জমি হাতিয়ে নিচ্ছে। এতে বিশেষ করে সমাজের নিন্ম আয়ের মানুষ আরও বেশি নিঃস্ব হচ্ছেন। কেউ কেউ চাপ সামলাতে না পেরে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন।

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠার ছেড়ে আত্মগোপনেও রয়েছেন অনেকেই। দাদন ব্যবসায়ী ছাড়াও বেশ কিছু ভুঁইফোঁর সংগঠন তাদের আর্থিক লেনদেনের অনুমোদন না থাকলেও তারা এই বেআইনী সুদের ব্যবসা চালিয়ে আসছে। এইসব সুদারুদের ৪/৫টা করে আলিসান বাড়ি থাকলেও ঋন গ্রহিতারা শুধু সুদ পরিশোধ করতে না পেরে মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সমাজের এমন সমস্যা থেকে নিস্তার পেতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন আন্দোলনকারীরা।

(বিএম/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৯)