চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার হাটগ্রাম সোনালী সৈকতে শুরু হয়েছে মাসব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিবছর হাটগ্রামে নৌকা বাইচের আয়োজন করা হয়। 

শুক্রবার বিকেলে ভাঙ্গুড়ার হাটগ্রাম সোনালী সৈকতে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান।

অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজেদা পারভীন পাখি, পার ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান হেদায়েতুল হক, পার ভাঙ্গুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পার ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী এই প্রতিযোগিতায় পাবনা সহ বিভিন্ন জেলার ১৮টি নৌকা দল অংশগ্রহণ করছে। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বয়সী হাজারো দর্শকের সমাগম ঘটে।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৯)