আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে মা-ছেলেসহ নয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক সম্রাজ্ঞী বিলকিছ বেগম তিনটি মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং তিনটি মাদক মামলায় পৃথক তিনটি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি।

শনিবার সকালে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।

সূত্রমতে, শুক্রবার দিবাগত রাতে কোতয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম পিপিএম ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা পৃথকভাবে অভিযান পরিচালনা করেন। এরমধ্যে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বিলকিছ বেগমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের মধ্যে শুক্রবার রাতে নগরীর ২১ নম্বর ওয়ার্ডে থানা পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার পাঁচশ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আসমা আক্তার ও তার সহযোগি সুমন মৃধাকে গ্রেফতার করে। এসময় মাদক বিক্রির নগদ এক লাখ টাকা জব্দ করা হয়। একইদিন রাতে পৃথক তিনটি অভিযানে কোতয়ালি মডেল থানা পুলিশ নগরীর বাংলা বজার এলাকার মাদক ব্যবসায়ী মাইদুল ইসলাম রিফাতকে ৫৮ পিস, এক বোতল কেরু মদসহ খোকন মৃধা ও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বিলকিছ বেগমকে ঢাকা থেকে গ্রেফতার করে। কোতয়ালি মডেল থানা পুলিশের অভিযানে পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়। এসময় ১২ লাখ ৮১ হাজার ৫শ’ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে শনিবার সকালে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, ডিবি পুলিশের সদস্যরা সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব দিনার ছোনের মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হারুন হাওলাদারের স্ত্রী মমতাজ বেগম ও তাদের পুত্র সোহাগ হাওলাদারকে ১৫ পিস ইয়াবাসহ আটক করেন।

এছাড়া নগরীর ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি কলোনি এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান নামের এক মাদক বিক্রেতাকে দুইশ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে নগরীর কাউনিয়া বাঁশের হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে তিন পিস ইয়াবাসহ মাসুদ হাওলাদার নামের এক বিক্রেতাকে আটক করা হয়েছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৯)