স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে চাঞ্চল্যকর কন্যা সন্তান নূর জাহান  হত্যা মামলা’র রায়ে পিতা নূর ইনলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মো.আনোয়ারুল হক আজ রবিবার দুপুর আড়াইটার সময় এই রায় ঘোষণা করেন। মামলার অপর দুই আসামী আরেফা বেগম কৌতুরি ও জুয়েলকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, দিনাজপুরের বিরামপুর উপজেলার দেউর গ্রামের নূর ইসলামের সাথে একই গ্রামের আরেফা বেগম কৌতুরি’র পরকীয়ার চলছিলো। ২০১০ সালের ৭ এপ্রিল সকালে তাদের আপত্তিকর দৃশ্য দেখে ফেলায় নূর ইসলাম তার কন্যা নূর জাহান (১০) কে গলায় ওরনা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এই হত্যার ঘটনা দেখে ফেলে পরকীয়া প্রেমিকা আরেফা বেগম কৌতুরি’র ছেলে জুয়েল বাবু। কিন্তু তার পরও সে নিশ্চুপ থাকে। এই হত্যা ঘটনায় নিহত নূর জাহানের নানা শমশের আলী বাদী হয়ে জামাই নূর ইসলাম,পরকীয়ার প্রেমিকা আরেফা বেগম কৌতুরি ও জুয়েল বাবুর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।

আদালতে ১৫ জনের স্বাক্ষ্য শেষে দোষি প্রমানিত হওয়ায় ঘাতক পিতা নূর ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেন বিচারক। অবশিষ্ট সাজা ভোগ করতে পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলাটি সরকার পক্ষে পরিচালনা আইনজীবি আতাউর রহমান আতা এবং আসামি পক্ষে শাহিনুর ইসলামসহ অন্যান্য আইনজীবীরা।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০১৯)