বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা-মোরেলগঞ্জ উপজেলা হয়ে ঢাকা- চট্টগ্রামগামী পরিবহন চলাচল ৩ দিন বন্ধ করে দেয়ার পর বাগেরহাট আন্ত:জেলা বাস মালিক সমিতি শর্তসাপেক্ষে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় শুক্রবার সকাল থেকে পরিবহন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার থেকে ৩ দিন পরিবহন বন্ধ থাকায় ৬০ হাজার যাত্রী ভোগান্তির স্বীকার হয়।

গত ২৩ জুলাই বিকালে মহাসড়কের মোরেলগঞ্জের তুলাতলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুবাই পরিবহনের একটি গাড়ী মোরেলগঞ্জে অন্যায় ভাবে ভাংচুর করা হয়। তার পর থেকে পরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

আগামী রবিবারের মধ্যে ভাংচুরকৃত গাড়ীর ক্ষতিপূরণ, মোরেলগঞ্জ থানা পুলিশের হেফাজতে থাকা পরিবহন ও জেল হাজতে থাকা গাড়ীর ড্রাইভার ও সুপারভাইজারের জামিন না হলে সোমবার থেকে আবারো এই দুই উপজেলায় পরিবহন প্রবেশ বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(একে/অ/আগস্ট ০১, ২০১৪)