ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন দুর্নীতি মুক্ত প্রশাসন ও মাদক মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। 

রবিবার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ইউএনও উম্মে রুমানা তুয়ার সভাপতিত্বে ঈশ্বরগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সরকারী কর্মকর্তা কর্মচারী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, সরকারী কর্মকর্তা কর্মচারীরা জনগণের সেবক। জনগণ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সকল কর্মকর্তা কর্মচারীকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে সরকারী প্রশাসন রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক আন্দোলন গড়ে তোলে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে প্রত্যেকের অবস্থান থেকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

মত বিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, ভারপ্রাপ্ত কর্মকতা আহম্মেদ কবির হোসেন, উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

এছাড়াও তিনি উপজেলা ভূমি অফিসের তোরণ উদ্বোধন সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সংসদ সদস্য ফখরুল ইমামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। পরে তিনি নির্মানাধীন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব ভবন পরিদর্শন করেন।

(এন/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০১৯)