কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি সাগর মোহনায় ভেসে এসেছে একটি কন্টেইনার। গত ১৩ সেপ্টেম্বর সকালে সাগরের জোয়ারে ভেসে এসে কন্টেইনারটি বালুচরে আটকা পড়ে। এ সময় শতশত মানুষ কন্টেইনারটি দেখতে গঙ্গামতি সৈকতে ভীড় করে। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ সৈকতে গিয়ে বিদেশি পতাকা সম্বলিত ইংরেজিতে এনওয়াইকে লেখা কন্টেইনারটি জব্দ করে।

মহিপুর থানার ওসি সোহেল আহমেদ জানান, শনিবার বিকালে কন্টেইনারটি খুলে তরল পদার্থ ভর্তি ৬০টি ড্রাম পাওয়া গেছে। ড্রামগুলো মহিপুর থানায় নিয়ে আসা হয়েছে। তবে ড্রামে তরল জাতীয় কী পদার্থ তা নিশ্চিত করে জানাতে পারেন। তিঁনি বলেন, এ ড্রাম উদ্ধারের বিষয়টি পায়রা বন্দর কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত ১২ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে ১৫২টি কন্টেইনারবাহী জাহাজ এমভি গলফ আরগো ডুবিতে সাগরে ভেসে যাওয়া কন্টেইনারটি হয়তো গঙ্গামতি সৈকতে ভেসে আসে। কন্টেইনারে ড্রাম ভর্তি তরল পদার্থ রং নাকি অন্য কিছু তা হয়তো পরীক্ষার পর জানা যাবে।

(এমকেআর/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০১৯)