হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাক গ্রামে মাজারের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে তোতা মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বেলা ৩টায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।ৎ

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীঘলবাক গ্রামের সাববাড়ি মাজারের জায়গা নিয়ে সাব বাড়ি ও জানু মোহাম্মদ গোষ্ঠী এবং ডাঃ শাহিদ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার সকালে মাজারের জায়গা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বাদ জুম’আ উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে তোতা মিয়া ঘটনাস্থলেই নিহত ও অন্তত ২৫ জন আহত হয়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার সাথে জড়িত ৩ জনকে ইতোমধ্যেই আটক করা হয়েছে।

(পিডিএস/অ/আগস্ট ০১, ২০১৪)