আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার একমাত্র ডিজিটাল হাজিরার স্কুল আগৈলঝাড়া উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকালে ব্র্যাকের ওয়াশ কর্মসূচি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক এনজিও ব্র্যাক ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ অর্থায়নে প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথকভাবে নির্মিত ওয়াশ জোন ও ল্যাট্রিনের উদ্বোধন করা হয়।

ওয়াশ রুম থেকে বের হয়ে হাত ধুতে সাবান ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী তাদের নিজস্ব ব্যাবস্থাপনায় বুধবার সকালে এ্যাসেব্লিতে একটি করে সাবান বিদ্যালয়ে জমা প্রদান করে।

এ্যাসেব্লিতে রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মহাদেব চন্দ্র বসু, প্রধান শিক্ষক উজ্জল কুমার মন্ডল, সহকারী প্রধান শিক্ষক হরবিলাস বাড়ৈ, ব্র্যাকের ওয়াশ প্রোগ্রাম অর্গানাইজার নাফিছা সাদাফসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান শিক্ষক নির্মিত হ্যান্ড ওয়াশ জোন ও ল্যাট্রিন পরিষ্কার পরিচ্ছন্ন ও রক্ষানাবেক্ষনের উপর গুরুত্ব দিতে স্কুল ক্যাবিনেটের সদস্যসহ ব্যবহারকারি সকল শিক্ষার্থীর ভূমিকা রাখার আহবান জানান।

সূত্র মতে, আগৈলঝাড়া উপজেলায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্র্যাকের ওয়াশ কর্মসূচি প্রকল্প বাস্তবায় করা হচ্ছে। এর মধ্যে তিনটি বিদ্যালয়ে প্রকল্প বাস্তবায়ন কাজ সমাপ্ত হয়েছে, বাকি চারটি প্রকল্পের কাজ বাস্তবায়ন চলমান রয়েছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০১৯)