স্টাফ রিপোর্টার : প্রকল্পের পণ্য ক্রয়ে দাম নির্ধারণের ক্ষেত্রে সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রকল্পের পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে উচ্চ মূল্য নির্ধারণ হওয়ায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ বিষয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ায় প্রধানমন্ত্রী এই তাগিদ দেন।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকার অহেতুক সমালোচিত হতে চান না। আমরা পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের দাম নির্ধারণে সতর্ক হতে নির্দেশনা দিয়েছি। আমার জানামতে এই রকম কাজ আর হবে না। প্রকল্পের যে কোন দাম নির্ধারণের ক্ষেত্রে যাচাই বাছাই করে করে দাম নির্ধারণ করতে হবে।’

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৯)