রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে চাঞ্চল্যকর গৃহবধূ মন্টি ঘোষ হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে এই মানববন্ধন হয়। এ সময় নিহতের বাবা শ্রীবাস ঘোষ, মা উজালা ঘোষ, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর শহরের সাহাপাড়া এলাকায় নববধু মন্টি ঘোষ কে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন স্বামী রনি ঘোষকে প্রধান আসামী করে টাঙ্গাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা শ্রীবাস ঘোষ। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে এবং আগামী ১৯ সেপ্টেম্বর রায়ের দিন ধার্য রয়েছে।

এ সময় গৃহবধূ মন্টি ঘোষের পিতা শ্রীবাস ঘোষ কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের মৃত্যুদন্ড চাই যাতে আর এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

(আরকেপি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৯)