চুয়াডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে মসজিদের নামকরণ করাকে কেন্দ্র করে সংঘর্ষে এক মুছল্লি নিহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আব্দুল জলিল (৬০) ফরিদপুর গ্রামের মৃত সোবহান মন্ডলের ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ফরিদপুর গ্রামের স্কুলপাড়ায় কিছুদিন আগে একটি মসজিদ নির্মাণ করা হয়। মসজিদের নামকরণ করা হয় স্কুলপাড়া জামে মসজিদ। এই মসজিদে গ্রামের চারটি মহল্লার মুছল্লিরা নামাজ পড়তে আসেন। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের পুণঃনামকরণের প্রসঙ্গ উঠলে মুছল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মসজিদের পাশের দোকানে বসে থাকা কিছু মুছল্লিকে লক্ষ্য করে প্রতিপক্ষ মুছল্লিদের কেউ ইট নিক্ষেপ করে। এতে গ্রামের মৃত সোবহান মন্ডলের ছেলে আব্দুল জলিলের মাথায় ইটের আঘাত লাগে। তিনি গুরুতর আহত হন। তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানার ওসিসহ পুলিশের একটি টিম গ্রামে অবস্থান করছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

(জেএ/জেএ/আগস্ট ০১, ২০১৪)