রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় তালা উপজেলায় সোমা বিশ্বাস (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের আটক করেছে পুলিশ। তবে পলাতক রয়েছেন শ্বাশুড়ি ও ভাসুর।  

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধানদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মালোপাড়ায় এ ঘটনা ঘটে।

সোমা বিশ্বাষ কৃষ্ণনগর গ্রামের সুব্রত বিশ্বাসের স্ত্রী।

সোমা বিশ্বাসের বাবা পুলিন হালদার অভিযোগ করে জানান, মাত্র একমাস ১৮ দিন আগে তালা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আনন্দ বিশ্বাসরে ছেলে সুব্রত বিশ্বাসের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় বাবার দেওয়া পাঁচভরি সোনার গহনা নেওয়ার জন্য নিয়মিত চাপ দিত তার স্বামী সুব্রত, শ্বাশুড়ি করুনা বিশ্বাস ও ভাসুর বাসুদেব বিশ্বাস। সোমা তার নিজের ব্যবহারের গহনা দিতে রাজি না হওয়ায় তার স্বামী সুব্রত বিশ্বাস, ভাসুর ও শ্বাশুড়ি তাকে মঙ্গলবার রাতে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের আড়ার সাথে গলায় গামছা দিয়ে ঝুলিয়ে দেয়। পরে তারা এলাকায় প্রচার দেয় সোমা আত্মহত্যা করেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। পুলিশ তার স্বামীকে জিজ্ঞাসাবেদর জন্য আটক করেছে।

(আরকেপি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০১৯)