ফরিদপুর প্রতিনিধি : প্রথম আলো পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি পান্না বালার স্ত্রী জয়ন্তী সরকার (৩৭) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঝিলটুলী এলাকার গৌরাঞ্জলি বালা ভবনের নিচতলার বসার ঘরের ফ্যানের সঙ্গে গলায় রশিবাঁধা ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করা হয়। জয়ন্তী শহরের সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষকতা করতেন।

দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়। পরে শহরতলির অম্বিকাপুর শ্মশানে তাঁকে সমাধিস্থ করা হয়।

জয়ন্তী সরকারের তৃষা (৯) নামে একটি মেয়ে রয়েছে। তৃষা ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

জয়ন্তীর স্বামী পান্না বালা জানান, বৃহস্পতিবার রাতে নিচতলার ঘরে তারা এক সঙ্গে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে জেগে জয়ন্তীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন।

ফরিদপুর কোতয়ালী থানার এসআই কাজী মাসুদ রানা জানান, মহিলা পুলিশের সহযোগিতায় মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। গলায় রশির দুটি দাগ ছাড়া শরীরের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। এর মধ্যে একটি দাগ গভীর এবং অপরটি অপেক্ষাকৃত হালকা।


(এনএসএস/এটিআর/আগস্ট ০১, ২০১৪)