ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : আর কিছুদিন পর শুরু হবে হিন্দু ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গোৎসব।তাইতো ঘাটাইলের ৭২টি পুজা মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ। প্রতিমা শিল্পিরা তারা দিন রাত কাজ করে যাচ্ছে  প্রতিমা রৈীর কাজে ।আসন্ন দুর্গোৎসব যাতে সুষ্ঠ ও শান্তিপুর্ন ভাবে উদযাপন করতে পারে সে বিষয় নিয়ে হিন্দু ধর্মীয় নেতাদের সাথে আইন শৃংখলা বাহিনীর দফায় দফায় বৈঠক হচ্ছে। পৌর এলাকার দক্ষিন পাড়ার  অনুপ চক্রবর্ত্তী জানায় এবার অন্যান্য বৎসরের চেয়ে দুগোর্ৎসব বেশী হবে ।আমাদের পুজা উদযাপন করতে কোন প্রকার  সমস্যা হচ্ছে না ।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাবেক অধ্যাপক অধীর চন্দ্র সাহা জানায় আমারা যাতে নির্বিগ্নে পুজা উদযাপন করতে পারি সে জন্য আইন শৃংখলা বাহিনী সহ সকল মহলের সহযোগিতা চেয়েছি।

ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম জানায় হিন্দু ধর্মালম্বীদের দুর্গোৎসব যাতে সুষ্ঠভাবে পালন করতে পারে সে বিষয় নিয়ে তাদের সাথে আমার আলোচনা হয়েছে।প্রয়োজনীয় সকল ব্যাবস্থা গ্রহন করা হবে।

(ইউ/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৯)