টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে মধুপুর এবং বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলায় দুর্ঘটনা ঘটে। 

নিহতরা কালিহাতী উপজেলার ছাতীহাটি পাইকড়া গ্রামের সবুজ (১৮) এবং মধুপুর উপজেলার আকাশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে আব্দুল হালিম মিয়া (৩৫)।

জানা যায়, সবুজ কানে হেড ফোন লাগিয়ে মোটরসাইকেল নিয়ে কুমুদিনী কলেজ মোড় এলাকা দিয়ে যাচ্ছিলো। এসময় একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সবুজের অবস্থা আশংঙ্কা জনক হলে তাকে ঢাকা স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সবুজ হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি (হ্যাবিট) এর ৫ম পর্বের শিক্ষার্থী ছিলো।

টাঙ্গাইল মডেল থানার এএসআই নবীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মধুপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার লাবলু তরফদার বলেন, শুক্রবার সকালে ময়মনসিংহগামী একটি ট্রাক উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের চারানজানী এলাকায় পৌছলে টাঙ্গাইলগামী একটি ব্যাটারি চালিত একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

(আরকেপি/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৯)