রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলায় সরকারী জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কায়েকজন জানান, কাশিবাটি বয়ারডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রুবেল এর নলতা হাটখোলায় একশতক জায়গায় পাকা ইমারত নির্মাণ করার সময় সে চারফুট সরকারী জায়গা দখল করে নিয়ে কাজ করছে। বিষয়টি নলতা হাটখোলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবল হোসেন জানতে পেরে তিনি গত ৮ সেপ্টেম্বর সরেজমিনে এসে দেখে শোনাবোঝা করার পর মাপ জরিপ করে কাজ করতে বলেন।

পরবর্তীতে ৩দিন পর স্থানীয় খোকন আমিনকে নিয়ে মাপ জরিপ করলে তার ভিতরে চারফুট সরকারী জায়গা পাওনা হয়। সেই থেকে কাজ বন্ধ থাকলেও অজ্ঞাত কারণে গত ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে কাজ শুরু করলে তহশীলদার ইউনুচ আলী সরেজমিনে এসে দুইফুট জায়গা বাদ দিয়ে কাজ করতে বলেন।

এ ব্যাপারে জানতে চাইলে রুবেল বলেন, তহশীলদার ইউনুচ আলী, হাটখোলা দোকান মালিক সমিতির সাথে মিমাংসা হয়ে গেছে। আর কোন বাধা নেই।

তহশীলদার ইউনুচ বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নলতা হাটখোলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবল হোসেন বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে এ ঘর বানানো হচ্ছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৯)