গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় আত্মসমর্পণকৃত দরিদ্র মাদকসেবী ও মাদকব্যবসায়ীদের পুণর্বাসন কর্মসূচি ও বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী জেলা পুলিশ সুপার, পিপিএম-সেবা মোহাম্মাদ মঈনুল হাসান।

গলাচিপা থানার আয়োজনে শনিবার বেলা ১১ টায় পৌর ফেরিঘাট রোডে ১ নং বিট পুলিশিং কার্যালয়ে গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার, গলাচিপা সার্কেল মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন।

এছাড়া অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, পৌর প্যানেল মেয়র আঞ্জুমান আরা করুনা, পৌর কাউন্সিলর সুশীল চন্দ্র বিশ্বাস, আখি হাওলাদার, গলাচিপা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক রিয়াদ হোসাইন , মাই টিভির হাসান এলাহী, সাংবাদিক সঞ্জিব দাস প্রমুখ।

এ অনুষ্ঠানে আলী হোসেন (৫০), লিজা বেগম (৩৮), স্বপন বনিক (৪০), কাইয়ুম (৩০),শাহিন হাওলাদার (২৫), সোহাগ হাওলাদার মাদকসেবী ও মাদকব্যবসায়ী আত্মসমর্পণ করেন। তাদের পুণর্বাসনের জন্য প্রত্যেককে দুই হাজার টাকার চেক এবং চায়ের দোকানের ব্যবসা করার জন্য ফ্লাক্স, কাপ-প্রিচসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

(এস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৯)