চুয়াডাঙ্গা প্রতিনিধি : জুয়া খেলায় বাধা দেওয়ায় পিতা ফকির চাঁদকে (৬৫) ঘুষি ও ধাক্কা মেরে হত্যা করেছে ছেলে আব্দুস সালাম (৩০)। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের এশিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।

এলাকাবাসি জানান, জুয়া খেলায় টাকা হেরে আব্দুস সালাম শুক্রবার তার গরু বিক্রি করার জন্য বাড়িতে খরিদ্দার ডেকে আনে। রাতে বাড়ি ফিরে এ ঘটনা জানতে পারেন আব্দুস সালামের পিতা ফকির চাঁদ। তিনি ছেলে আব্দুস সালামকে খোঁজার জন্য বাড়ির বাইরে এসে দেখেন তার ছেলে পাশের দোকানে তাস খেলছে। তিনি ছেলেকে ডাকলেও ছেলে তাতে সাড়া দেয়নি। ক্ষুব্ধ হয়ে পিতা ফকির চাঁদ ছেলে আব্দুস সালামকে গিয়ে চড় মারেন। এতে ছেলেও ক্ষুব্ধ হয়ে পিতাকে ঘুষি মেরে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

এলাকার লোকজন আহত ফকির চাঁদকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সেকেন্দার আলী জানান, পারিবারিক কলহের কারণে পিতা ও ছেলে তর্কবিতর্কে জড়িয়ে পড়ার একপর্যায়ে উত্তেজিত পিতা মাটিতে পড়ে যান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(জেটএ/এইচআর/আগস্ট ০২, ২০১৪)