নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার চালিঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে একদল দুবৃর্ত্ত। গত শনিবার বিকালে এ ঘটনা ঘটে। আহতদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার কাশিপুর ইউপির চালিঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পানির পাম্প চুরির ঘটনায় এলাকাবাসী পাশ^বর্তী কলাগাছি গ্রামের রকিকে চোর সন্দেহে মারপিট করা হয়। এর জের ধরে কলাগাছি গ্রামের ইসহাক, আসাদ, টিটুল, ফারুক, তিলায়েত শনিবার স্কুলে যাওয়াার পথে শিক্ষকদের বাঁধা দিয়ে হুমকি ধামকি দেয়। ওই শিক্ষকরা তখন বিদ্যালয়ে না যেয়ে ফিরে যায় এবং আশপাশের গ্রামে পালিয়ে থাকে। পরে তিনটার দিকে পুনরায় স্কুলে যাওয়ার পথে কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে ওই দুবৃর্ত্তরা প্রধান শিক্ষক শেখ মোঃ শাহাবুদ্দিন, সহকারি শিক্ষক মোঃ মহসিন আলম ও সহকারি শিক্ষক মোঃ সইবুর রহমানকে লাঠিসোটা ও হাতুড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত শিক্ষকদের উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

লোহাগড়া হাসপাতালের ডাক্তার শেখ মোহাইমিন জিসান বলেন, শিক্ষকদের শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সইবুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
প্রধান শিক্ষক শেখ মোঃ শাহাবুদ্দিন জানান, কলাগাছি এলাকার রকির লোক হিসেবে পরিচিত ইসহাক, আসাদ, টিটুল, ফারুক, তিলায়েত, রবি, ফয়সাল তাদের মারপিট করেছে। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন বলেন, শিক্ষকদের মারপিটের কথা শুনেছি,অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২২, ২০১৯)