মাগুরা প্রতিনিধি : বজ্রপাত প্রতিরোধে একযোগে ১০ হাজার তালবীজ রোপন কর্মসূচী হাতে নিয়েছে মাগুরা সদর উপজেলা প্রশাসন।

রবিবার সকালে সদর উপজেলার জগদল ইউনিয়নে এ কর্মসূচীর উদ্বোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শীতেষ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, রাঘবদাইড় ইউপি চেয়ারম্যান বাবুল ফকির, জগদল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিনে উপজেলার জাগলা চারা বটতলা থেকে জগদল বাজার পর্যন্ত রাস্তার দু’ধারসহ ৩ শতাধিক প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে একসঙ্গে ১০ হাজার তালবীজ বপন করা হয়েছে।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২২, ২০১৯)