টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। নিহত জলিল মন্ডল (৬০) উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। রবিবার দুপুরে যমুনা নদীর কালিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল থেকে ধান, গম, পাটসহ পণ্যবাহী নৌকা ৪০ জন যাত্রী নিয়ে গোবিন্দাসী হাটে যাওয়ার সময় প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এসময় পাটের নিচে পড়ে জলিল মন্ডলের মৃত্যু হয়। নৌকার অন্যান্য যাত্রীরা সাতরিয়ে তীরে চলে আসে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ডুবে যাওয়ার নৌকার এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। নৌকাতে থাকা কমপক্ষে ১০ লক্ষাধিক টাকার মালামাল যমুনার পানিতে ভেসে গেছে।

(আরকেপি/এসপি/সেপ্টেম্বর ২২, ২০১৯)