ইবি প্রতিনিধি : ছাত্রলীগের একাংশের তীব্র আন্দোলনের মুখে যোগদানের দ্বিতীয় দিনেই পদত্যাগ করতে বাধ্য হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। 

রবিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশিদ আসকারী ছাত্র উপদেষ্টার দায়িত্বে থাকা আইসিই বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণকে সাময়িকভাবে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন।

অধ্যাপক মাহবুবের পদত্যাগের দাবিতে দিনব্যাপী আন্দোলন করেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। তারা প্রশাসন ভবন ঘেরাও ও প্রধান ফটক অবরোধ করেন। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তারা ২০১৪ সালে ছাত্রলীগের মিছিলে গুলি করাসহ প্রক্টরের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, আন্দোলনের মুখে বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে অধ্যাপক পরেশকে প্রক্টরের দায়িত্ব দেয়া হলো। ভবিষ্যতে আমরা অনুসন্ধান করে স্থায়ী প্রক্টর নিয়োগ দেবো।

উল্লেখ্য, গত শনিবার সাতদিনের মধ্যে ক্যাম্পাসকে মাদক ও বহিরাগতমুক্ত করার ঘোষণা দিয়ে তৃতীয়বারের মতো প্রক্টর হিসেবে যোগদান করেন অধ্যাপক ড. মাহবুবর রহমান।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৯)