জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার গাজীপুরে এক ভুয়া দাঁতের ডাক্তারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন।

রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাজীপুর বাজারে স্বাধীন মেডিকেল হলের ভুয়া দাঁতের ডাক্তার মো.শাহজাহান আলীকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত শাহজাহান আলী (৪১) উপজেলার কাপাসহাটিয়া গ্রামের মো. বাহারাম মন্ডলের ছেলে।

সোমবার র‌্যাব-১৪, সিপিসি-১ এর দেওয়া প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে গাজীপুর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের বৈধ কাগজপত্র দেখাতে অপারগ হলে মো. শাহজাহান আলীকে ডেন্টাল কাউন্সিল আইনের ২০১০ এর ২৯ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকতা তামিম আল ইয়ামীন।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৯)