মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ সৃষ্টি থেকেই পরীক্ষা দিয়ে যাচ্ছে। পরীক্ষায় উর্ত্তীণও হচ্ছে আবার অকৃতকার্যও হচ্ছে। যার ফলে জনমনে প্রশ্ন থেকে যাচ্ছে  পুলিশ জনগণের বন্ধু কি না ? আসলেই আমরা জনগনের বন্ধু হতে চাই। মাগুরার পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে চাই।  

মাগুরার শালিখা থানা চত্বরে গতকাল সোমবার থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার( সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ তারিকুল ইসলাম তারিক এ কথা বলেন।

শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ তারীকুল ইসলামের সভাপতিতে ¡এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শালিখা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যড. শ্যামল কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, মোঃ আরজ আলী বিশ্বাস, মোঃ বখতিয়ার লস্কর, চেয়ারম্যান শেখ ফিরোজ প্রমুখ।

বক্তারা সমাজ থেকে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, গ্রাম্য মারামারি, চুরি প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে ৭ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৯)