ডেস্ক রিপোর্ট : তৃতীয় দফার ১২ দিন কারাবাস শেষে চতুর্থ দফায় উত্তর ২৪ পরগনা জেলা আদালতে হাজির করা হবে নূর হোসেনসহ তার দুই সহযোগীকে।

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের অন্যতম প্রধান অভিযুক্ত নূর হোসেনকে শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলা দায়রা আদালতের বিচারক মধুমিতা রায়ের সামনে হাজির করা হবে।

সকালে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে নূর হোসেন, খান সুমন ও অহিদুজ্জামানকে আদালতের উদ্দেশে দেওয়া হবে।

আদালতে শনিবারও নূর হোসেনের পক্ষে কোনো আইনজীবী থাকবেন না বলে জানা গেছে।

তবে খান সুমনের হয়ে আদালতে আইনি লড়াই করবেন তারক দাস নামে এক আইনজীবী।

এর আগে তিনি আদালতকে জানিয়েছিলেন, তার মক্কেল খান সুমন বৈধভাবে ভারতে আসেন। তবে পুলিশ রিপোর্টে জানানো হয় সুমনের প্রয়োজনীয় কাগজপত্র জাল।

প্রসঙ্গত, ১৪ জুন সন্ধ্যায় নূর হোসেনদের দমদম এয়ারপোর্ট সংলগ্ন কৈখালির একটি বহুতল আবাসনের চারতলার ফ্ল্যাট থেকে গ্রেফতার করে পুলিশ। বাগুইআটি থানা পুলিশ নূর হোসেনদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ভারতে প্রবেশের মামলা করে।

প্রথমে ৮ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয় তাদের। রিমান্ড শেষে ২৩ জুন তাদের আদালতে হাজির করে জানানো হয় বাংলাদেশে সাত খুনের মামলাসহ একাধিক অপরাধে নূর হোসেন অভিযুক্ত। বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করে। এর পর নূর হোসেন অবৈধ উপায়ে আত্মগোপন করতে কলকাতায় প্রবেশ করে।

(ওএস/এইচআর/আগস্ট ০২, ২০১৪)