স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নিজের ঘর থেকেই অভিযান শুরু করেছি। বেশ কিছু নেতা নজরদারিতে আছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, নেতাদের নিষেধাজ্ঞার বিষয়ে আমি কিছু জানিনা। তবে নজরদারিতে আছে অনেকেই।

ক্যাসিনো নিয়ে কোনো নীতিমালা হচ্ছে বা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দলের বা সরকারের উচ্চ পর্যায়ে কোনো আলাপ-আলোচনা এখন পর্যন্ত হয়নি।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০১৯)