:: জিয়াবুল ইবন ::

একটি মারবেল গড়িয়ে গিয়ে অন্য একটি শৈশবকে ডাকছে

একটি মারবেল গড়িয়ে গিয়ে অন্য একটি সময়কে আঘাত করছে

একটি মারবেল গড়াতে গড়াতে একটি ব্লাকগোলে ঢুকে পড়ছে

একটি মারবেল গড়াতে গড়াতে একটি সৌরদ্বীপ জেগে ওঠছে

একটি মারবেল বনে-বাদাড়ে ফলমূল আর শিকার খুঁজছে

একটি মারবেল কাব্যজুড়ে ঈশ্বর আর রাজার কথাই বলছে

একটি মারবেল মাড়াইকলে পিষে হাড়ের মজ্জারস শুষে নিচ্ছে

একটি মারবেল রঙ-তুলির টানে আদিমতাকে তুলে আনছে

একটি মারবেল ইতিহাস খুঁড়ে খুঁড়ে নিভন্ত ছাইকে উস্কে দিচ্ছে

একটি মারবেল ছুটছে, যেখানে কাঁটাতারবিহীন অন্য পৃথিবী