পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পর্বতীপুরে ডাকাতদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার সকাল ৬টার দিকে উপজেলার মন্মথপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) সাদেক ও উপ-পরিদর্শক (এসআই) মানিক।

তাদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। তারা হলেন-দিনাজপুর সদরের রেজাউল (৪৫) ও ফরিদুল (২৬) এবং হাকিমপুর উপজেলার ফরহাদ (২২)।

পার্বতীপুর থানার ওসি নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে উপজেলার উত্তর সালন্দার খেরুয়াপাড়ায় আবুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পরে, পুলিশ জানতে পারে- ডাকাতরা মন্মথপুর রেলস্টেশনে অবস্থান করছে। এসময় ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ করে ককটেল ছুঁড়ে মারে। এসময় ককটেল বিস্ফোরণ ঘটলে দুই পুলিশ সদস্য আহত হয়।

ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে গ্রেফতার করেছে। বাকিরা পালিয়ে গেছে।

(ওএস/এইচআর/আগস্ট ০২, ২০১৪)