টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কদবানু (৫২) টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকার রিয়াজ উদ্দিনের স্ত্রী। তিনি ভাতকুড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের নন রেজিস্ট্রারভূক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন।

এলেঙ্গা (মধুপুর) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, বৃহস্পতিবার দুপুরে কদবানু কর্মস্থলে যাওয়ার পথে মহাসড়কের তারটিয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পাবনা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। নিহত কদবানু ভাতকুড়া এলাকায় গ্রামীন ব্যাংকের নন রেজিস্ট্রারভূক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন ।

নিহতের ছেলে বাবলু মিয়া বলেন, কর্মস্থলে যাওয়ার পথে তিনি দূর্ঘটনার শিকার হন। এ ঘটনার পর এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(আরকেপি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৯)